শ্রমিকদের ৩ মাসের বেতন আটকিয়ে রাখা ও শ্রমিকদের ইন্ধন দিয়ে টানা তিনদিন ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, ভাঙচুর করে জনদুর্ভোগ সৃষ্টি ও ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে টিএনজেড অ্যাপারেলস লিমিটেডের পরিচালককে গ্রেফতার করেছ পুলিশ।
বুধবার (১৩ নভেম্বর) বিকেলে ১০ দিনের রিমাণ্ড চেয়ে তাকে গাজীপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত মো. আব্দুল হালিম (৪৮), তিনি চট্টগ্রামের হালিশহর এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের মোগরখাল এলাকার টিএনজেড অ্যাপারেলস লিমিটেডের পাঁচটি কারখানার শ্রমিকরা বকেয়া বেতন-ভাতার দাবিতে শনিবার সকাল ৯টা হতে সোমবার রাত ১০টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে চরম দুর্ভোগের সৃষ্টি হয়। এসময় তারা কয়েকটি কারখানা ভাঙচুর করে। এর জেরে ওই গ্রুপের পাঁচটিসহ আশপাশের অন্তত ৪৫ কারখানা বন্ধ হয়ে যায়। পরে শ্রমিকদের পাওনা পরিশোধের ব্যবস্থা করা হলে অবরোধ প্রত্যাহার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। অন্য কারখানাগুলো চালু হলেও টিএনজেড অ্যাপারেলস লিমিটেডের কারখানাগুলো এখনও বন্ধ রয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি'র) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাহেদুল ইসলাম জানান, এ ব্যাপারে পৃথক দুটি মামলা করা হয়েছে। তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। আদালত বৃহস্পতিবার রিমান্ড শুনানির জন্য সময় নির্ধারণ করেছেন।
বায়ান্ন/এসএ