ঢাকা, বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

গাড়ি ভাঙচুরের মামলায় ইশরাককে গ্রেপ্তার দেখাল পুলিশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : বুধবার ৬ এপ্রিল ২০২২ ০১:০৩:০০ অপরাহ্ন | রাজনীতি

 

দুই বছর আগে গাড়ি ভাঙচুরের এক মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

এ বিষয়ে পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এনামুল হক মিঠু বলেন, ২০২০ সালের গাড়ি ভাঙচুরের এক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ইশরাক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

বুধবার (৬ এপ্রিল) সকালে মতিঝিল এলাকায় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল দক্ষিণের একটি অনুষ্ঠানে যোগ বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। লিফলেট বিতরণের সময় তাকে আটক করে মতিঝিল থানা পুলিশ। পরে গাড়ি ভাঙচুরের ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

 

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে ধানের শীষ প্রতীকে তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।