লুহানেস্কের সেবারদোনেৎস্ক শহর রুশ সেনারা প্রায় ঘিরে ফেলেছে বলে জানিয়েছেন, সেবারদোনেৎস্কের সেনা প্রশাসনের প্রধান অলেক্সান্ডার স্ট্রিউক।
তিনি জানিয়েছেন, যে কোনো সময় শহরটিতে হামলা করবে রুশ বাহিনী।
সংবাদ সংস্থা এপি জানিয়েছে, সেভারদোনেৎস্ক দখল করতে পারলে এটি হবে রাশিয়ার জন্য বড় এক বিজয়, যারা পুরো দোনবাস দখল করার দিকে মনোযোগ দিয়েছে।
ইউক্রেনের রাষ্ট্রীয় টিভিকে দেওয়া সাক্ষাৎকারে অলেক্সান্ডার স্ট্রিউক বলেন, শহরটি প্রায় ঘিরে ফেলেছে রাশিয়া ও লুহানেস্ক পিপলস রিপাবলিকের সেনারা। তারা আশপাশের গ্রামগুলো দিয়ে শহরে হামলা চালানোর চেষ্টা করছে।
সেনা প্রশাসনের প্রধান অলেক্সান্ডার স্ট্রিউক জানিয়েছেন, শহরের আশপাশে ইতিমধ্যে লড়াই হচ্ছে। ইউক্রেনীয় বাহিনী বেশ কয়েকবার রাশিয়ার হামলা রুখে দিয়েছে। কিন্তু রুশ বাহিনী চাপ অব্যহত রেখেছে।
তিনি আরও জানিয়েছেন, শহরটিতে বর্তমানে ১৫ হাজার বাসিন্দা আছেন। যুদ্ধ শুরু হওয়ার আগে এখানে প্রায় ১ লাখ মানুষ ছিলেন। সেখানকার স্থানীয় প্রশাসন গত কয়েকদিন ধরেই বেসামরিক লোকদের আহ্বান জানিয়ে আসছেন, তারা যেন চলে যান।