সিলেটের গোলাপগঞ্জে ৩০তম আন্তর্জাতিক ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের সম্মেলন কক্ষে "কোভিড-১৯ পরবর্তী অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়তে প্রয়োজন প্রতিবন্ধী ব্যক্তিদের নেতৃত্ব ও অংশগ্রহণ " প্রতিপাদ্যকে সামনে রেখে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন-উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আজিজুল হক, উপজেলা কার্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারি প্রোগ্রাম অফিসার প্রণব সিংহ, লিটল স্টার স্কুল ফর স্পেশাল চাইল্ড স্কুলের শিক্ষক মোহাম্মদ শামীম আহমদ, সূপর্ণা দেব প্রমুখ। এসময় সভায় লিটল স্টার স্কুল ফর স্পেশাল চাইল্ড এর শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।