সিলেটের গোলাপগঞ্জ উপজেলার নব নির্মিত গোলাপগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজের ভবন ও ক্লাসরুমে টিকটক ভিডিও বানিয়ে যাচ্ছেন বেশ কয়েকজন তরুণ। আর এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে গোলাপগঞ্জ জুড়ে সমালোচনার ঝড় বইছে।
ছড়িয়ে পড়া এসব ভিডিওতে দেখা যায়, বিনোদনের নামে কলেজটির ক্লাসরুম সহ ভবনের বিভিন্ন জায়গায় বিভিন্ন অঙ্গভঙ্গিতে হিন্দি ভাষায় ভিডিও বানাচ্ছেন কয়েকজন লাইকি ও টিকটক আসক্ত তরুণ।
ফখরুল ইসলাম শাকিল নামের স্থানীয় এক যুবক জানান, টিকটক ও লাইকি আসক্তি আজ তরুণদের ধ্বংস করে দিচ্ছে। গোলাপগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজ গোলাপগঞ্জবাসীর স্বপ্নের একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের ক্লাসরুমের ভিতর এ ধরনের নোংরামি উপজেলাবাসী মেনে নিবেনা। বিষয়টির কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।
আমুড়া ইউপি সদস্য, উপজেলা যুবলীগ নেতা তারেক আহমদ বলেন, বিষয়টি আসলেই লজ্জাজনক। আমাদের জানা ছিল না স্বপ্নের প্রতিষ্ঠানের ভিতরের এ ধরনের নোংরামি চলছে। এ বিষয়ে আমি কলেজ কর্তৃপক্ষের সাথে আলাপ করবো। কলেজটিতে প্রহরি নেই এখনো। প্রহরী নিয়োগ না দেওয়া পর্যন্ত কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যাক্তিগতভাবে হলেও প্রহরি রাখার ব্যবস্থা করার চেষ্টা করা হবে বলেও জানান তিনি
বিদ্যালয়ের ক্লাসরুমের ভিতরে কিভাবে ভিডিও বানাচ্ছে এ ব্যাপারে গোলাপগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজের প্রিন্সিপাল বিশ্বজিৎ দাশ মুঠোফোনে জানান, কলেজটি চালু হলেও এখন পর্যন্ত কলেজের ক্লাসরুমগুলোতে দরজা লাগানো হয়নি। এছাড়াও এখন পর্যন্ত কলেজে কোন গার্ড নিয়োগ দেওয়া হয়নি। ঈদের ছুটিতে কলেজ বন্ধ ছিল এ সুযোগে হয়তো তারা বিদ্যালয়ে ঢুকে ভিডিও বানাচ্ছিল। এসব কিভাবে রোধ করা যায় বিষয়টি আমি দেখছি।