ঢাকা, রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ই পৌষ ১৪৩১

গোলাপগঞ্জে যুবকের অস্বাভাবিক মৃত্যু

গোলাপগঞ্জ প্রতিনিধি: | প্রকাশের সময় : শনিবার ২৮ মে ২০২২ ০৫:৩৩:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেটের গোলাপগঞ্জ পৌর এলাকায় গোসলখানা থেকে গলায় গামছা পেচাঁনো অবস্থায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানাপুলিশ। শনিবার সকাল ৯টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।  

নিহত সুজিৎ মালাকার (২২) পৌর এলাকার ছিটাফুলবাড়ীর মনোরঞ্জন মালাকারের ছেলে। তিনি ৪ মাস ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। পুলিশের ধারণা- সুজিৎ মালাকার আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।

সুজিৎ মালাকারের পারিবারিক সূত্র জানায়, তিনি ৪ মাস ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। পরিবারের পক্ষ থেকে বিভিন্নভাবে চিকিৎসা করানো হয়েছে। কিন্তু অবস্থায় উন্নতি হয়নি। গত শুক্রবার রাতে খাবার পেয়ে মা নিয়তি রঞ্জন মালাকারের কাছে প্রতিদিনের ন্যায় সুজিৎ ঘুমিয়ে পড়েন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে গোসলখানায় তার ঝুলন্ত লাশ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশে খবর দিলে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

সুজিৎ মালাকার অসুস্থতার আগে একটি ওয়ার্কসপে কাজ করতেন। মাঝে-মধ্যে সিএনজি অটোরিকশাও চালাতেন। ৪ মাস আগে মানসিকভাবে অসুস্থ হলে সেসময় থেকে তিনি বাড়িতেই থাকতেন। সুজিৎ ৪ ভাই ও ১ বোনের মধ্যে সবার ছোট।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ এ বিষয়ে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- এটি আত্মহত্যা। লাশ ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে আরও বিস্তারিত বলা যাবে।