ঢাকা, বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

ঘাটাইলে শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত

হাসান সিকদার, টাঙ্গাইল : | প্রকাশের সময় : রবিবার ২১ নভেম্বর ২০২১ ০৮:১৪:০০ অপরাহ্ন | জাতীয়
টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে যথাযোগ্য মর্যাদায় ৪৯তম সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে রোববার বিকেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশন করে শহীদের প্রতি স্মরণ করা হয়।  এতে স্বাগত বক্তব্য রাখেন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। পরে কেক কাটা এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এমপি, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের, সংসদ সদস্য আতাউর রহমান, সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মমতা হেনা লাভলী ও অপরাজিতা হক, জেলা প্রশাসক আতাউল গণি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারসহ বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবৃন্দ এবং সেনাবাহিনীর অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।