ঢাকা, বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৮শে কার্তিক ১৪৩১

ঘূর্ণিঝড় ডানা মোকাবিলায় প্রস্তুত ফায়ার সার্ভিস: জরুরি সেবা চালু ২৪ ঘণ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ০৪:১৯:০০ অপরাহ্ন | জাতীয়

ঘূর্ণিঝড় ডানা মোকাবিলায় সার্বিক প্রস্তুতি নিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। খুলনা ও বরিশাল বিভাগসহ উপকূলীয় দুর্যোগপ্রবণ এলাকাগুলোতে জনসচেতনতা বাড়াতে সকাল থেকেই প্রচারণা শুরু হয়েছে। ফায়ার সার্ভিস অধিদপ্তরের নির্দেশনায় খুলনায় একটি বিভাগীয় মনিটরিং সেল খোলা হয়েছে, যা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।

উপকূলীয় ফায়ার স্টেশনগুলোর সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে এবং সবাইকে সতর্ক ডিউটিতে রাখা হয়েছে। স্থানীয় প্রশাসনের সাথে বৈঠক করে দুর্যোগ-পরবর্তী কার্যক্রম পরিচালনায় নিবিড় সমন্বয় অব্যাহত রয়েছে।

ফায়ার সার্ভিসের বিভিন্ন দল যেমন সার্চ অ্যান্ড রেসকিউ টিম, প্রাথমিক চিকিৎসা দল, এবং ওয়াটার রেসকিউ টিম প্রয়োজনীয় সরঞ্জামসহ প্রস্তুত রয়েছে।

দুর্যোগের পরপরই অনুসন্ধান, উদ্ধার এবং যান চলাচল উপযোগী করার কাজে ফায়ার সার্ভিসের টিমগুলো সক্রিয় থাকবে। এছাড়া ফায়ার সার্ভিসের জরুরি সেবা ২৪ ঘণ্টা খোলা থাকবে। যেকোনো জরুরি প্রয়োজনে খুলনা, বরিশাল, বা ঢাকার কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের নম্বরে ফোন করার জন্য অনুরোধ করা হয়েছে।

 

বায়ান্ন/এএস