৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা গত ২৬ সেপ্টেম্বর বিকেলে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের আহবায়ক অহিদুল ইসলাম চৌধুরী শরীফের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন কাদের, প্রধান বক্তা ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি আবদুল গফুর খান, বিশেষ অতিথি ছিলেন জিয়া মঞ্চ চট্টগ্রাম মহানগরের আহবায়ক জহিরুল হাসান জীবন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ডা. কমল কাদের, উত্তর জেলার ১নং যুগ্ম আহবায়ক ও সাবেক চেয়ারম্যান হাজী ওসমান গনি, জিয়া মঞ্চ চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব কে এম শাহিনুর সিদ্দিকী টিটু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ছোটন আজম, স্বেচ্ছাসেবক দল নেতা আশরাফুল হক হারুন, জিয়া মঞ্চ চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম আহবায়ক এডভোকেট শাহাদাত হোসেন, এজলাস মিয়া, জাহাঙ্গীর হোসেন তালুকদার, নারায়ণ নাটু, আজম উদ্দিন, সেকান্দর, জিয়া মঞ্চ সীতাকুণ্ড উপজেলা আহবায়ক নিজাম উদ্দিন মেম্বার, রাঙ্গুনিয়ার আহমদ ছাফা, সীতাকুণ্ড উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক মোহাম্মদ ইলিয়াস, সীতাকুণ্ড উপজেলা জিয়া মঞ্চ সদস্য সচিব ব্যারিষ্টার সাব্বির মোহাম্মদ শাকিল, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. শাহাব উদ্দিন, জসিম উদ্দিন জমাদার, মো. সেলিম উদ্দিন, আহসান উল্লাহ, মিশু, পেয়ারু আমান নাজিমুল করিম,আমিনুল ইসলাম মামুন প্রমুখ।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, শেখ হাসিনার সরকার বাংলাদেশকে একটি ব্যর্থ, অকার্যকর, বন্ধুহীন রাষ্ট্রে পরিণত করেছে। এ সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ। মানুষের মৌলিক অধিকার ভোটাধিকার হরণ, বাক স্বাধীনতার হরণ, গুম, খুন, বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হামলা ও মানবাধিকারকে পদদলিত করার ক্ষেত্রে সরকার চ্যাম্পিয়ন হয়েছে। মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিকল্প নেই। এ ব্যবস্থায় ফিরতে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তনের দাবীতে জনগণকে সাথে নিয়ে বিএনপি আন্দোলন করছে। তিনি নেতাকর্মীদের এ আন্দোলনকে সফল করার জন্য ঐক্যবদ্ধভাবে ঝাপিয়ে পড়ার আহবান জানান।