ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে নির্বাচিত হলেন যারা

কাজী হুমায়ুন কবির : | প্রকাশের সময় : শনিবার ২৫ নভেম্বর ২০২৩ ০৯:৪৬:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

অনুষ্ঠিত হয়ে গেল আজ চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) নির্বাচন। এবারের নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও দুই মহিলা সংরক্ষিত পদ ছাড়া বাকি সব পদে নির্বাচন হয়েছে। সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এম এ আজিজ স্টেডিয়ামে সংস্থার কার্যালয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোটারের সংখ্যা ২৫২ জন। পদাধিকার বলে সিজেকেএস সভাপতির দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক। সাধারণ সম্পাদকসহ মোট ছয়টি ক্যাটাগরিতে ২৬ জন ভোটে নির্বাচিত হয়ে থাকেন। 

এরই মধ্যে বিনা প্রতিদ্বন্ধিতায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। জানা যায়, নির্বাচনে আ. জ. ম. নাছির উদ্দীন ছাড়াও তিনজন সাধারণ সম্পাদক পদে মনোনয়ন নিয়েছিলেন। কিন্তু দিদারুল আলম চৌধুরী এবং রাশেদুল আলম তাদের মনোনয়ন জমা দেননি। এফএমসি স্পোর্টসের জাফির ইয়াসিন চৌধুরী মনোনয়ন জমা দিলেও পরে মনোনয়ন প্রত্যাহার করে নেন। ফলে আ.জ.ম নাছির উদ্দিন বিনা বাধায় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন।

সহ সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হাফিজুর রহমান, সৈয়দ আবুল বশর, এডভোকেট শাহিন আফতাবুর রেজা চৌধুরী, একে এম এহছানুল হায়দর চৌধুরী, অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে সৈয়দ সাহাবুদ্দিন শামিম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে অহিদ সিরাজ চৌধুরী স্বপন, মোহাম্মদ আমিনুল ইসলাম। কোষাধ্যক্ষ পদে সাহাবুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, নির¦াহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন প্রদীপ কুমার ভট্টাচাযৃ, মোহাম্মদ জাহিদুল ইসলাম। র্কাযকরী নির¦াহী সদস্য পদে ২৫জনের মধ্যে ১৩জন নির¦াচিত হন।

সদ্য বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত সাধারণ সম্পাদক সাবেক মেয়র আজম নাছির উদ্দিন বলেন, খুব উৎসবমুখর পরিবেশে শান্তির্পূণ ভাবে নিবাচন অনুষ্ঠিত হয়েছে। আমি পুনরায় নির্বাচিত হয়েছি সিজেকেএসের হয়ে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত।

উল্লেখ্য যে, এবার সিজেকেএস নির্বাচনে সাধারণ সম্পাদক পদ ছাড়াও সহ সভাপতি পদে নির্বাচনে লড়েছেন তাহের উল আলম চৌধুরী স্বপন, এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, এডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বশর, মোঃ হাফিজুর রহমান, দিদারুল আলম চৌধুরী, শাহজাদা আলম, মকসুদুর রহমান বুলবুল এবং মফিজুর রহমান। যুগ্ম সম্পাদক পদে প্রাথী ছিলেন তিনজন। তারা হলেন চট্টগ্রাম চেম্বারের পরিচালক ও জয়নিউজ বিডি’র প্রকাশক ও সম্পাদক ক্রীড়া ব্যক্তিত্ব অহীদ সিরাজ চৌধুরী স্বপন, আমিনুল ইসলাম ও সরোয়াার আলম চৌধুরী মনি। কোষাধ্যক্ষ পদে প্রার্থী রয়েছেন দুজন। তারা হলেন আ.ন.ম. ওয়াহিদ দুলাল এবং বর্তমান কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন মোঃ জাহাঙ্গীর।

 

নির্বাহি সদস্যের ১৩ টি পদে প্রার্থী রয়েছেন ২৮ জন। তারা হলেন প্রবীন কুমার ঘোষ, সাইফুল আলম খান, সৈয়দ মোহাম্মদ তানসীর, এ এস এম ইকবাল মোরশেদ, আখতারুজ্জামান, আলমগীর পারভেজ, মোহাম্মদ দিদারুল আলম, অনুপ বিশ্বাস, হারুন আল রশিদ, এ এস এম সাইফুদ্দিন চৌধুরী, সাহেলা আবেদীন রীমা, ইঞ্জিনিয়ার জর্নিম উদ্দিন, শওকত হোসাইন, রাশেদুর রহমান মিলন, নাসির মিয়া, রায়হান উদ্দিন রুবেল, জহির আহমেদ চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, মোঃ মুজিবুর রহমান, এ কে এম আবদুল হান্নান আকবর, গোলামনমহিউদ্দিন হাসান, কল্লোল দাশ, দিদারুল আলম মাসুম, সুমন দে, এনামুল হক, হাসান মুরাদ বিপ্লব, এম এ মুর্ছা বাবলু। সংরক্ষিত দুটি মহিলা সদস্য পদের জন্য দুঞ্জনই র্প্রাথী  থাকায় সে পদে নির্বাচন হবেনা। এই পদের দুজন প্রার্থী হলেন রেজিয়া বেগম ছবি এবং রেখা আলম চৌধুরী।