চট্টগ্রাম শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে বেসরকারি ভাবে এস.কে.এস মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ গ্রহণ সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম নগরীর প্রাইভেট স্কুলগুলো যৌথ উদ্যোগে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করে।
শুক্রবার ৯টি কেন্দ্রের সমন্বয়ে একযোগে এই পরিক্ষা অনুষ্টিত হয়। এতে ৫৬টি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বাঁধ ভাঙ্গা আনন্দের জোয়ার দেখা গিয়েছে। বার্ষিক পরীক্ষার আগে ও পূর্ব নির্ধারিত সিলেবলের আদলে এই পরীক্ষার রূপরেখা তৈরি করাতে সংশ্লিষ্ট সকলের মধ্যে সন্তুষ্টির ছাপ দৃশ্যমান ছিল।
৯টি পরীক্ষার কেন্দ্র ধারাবাহিক ভাবে পরিদর্শন করেন কেন্দ্র অডিটর ও খুলশী গার্ডেন ভিউ ন্যাশনাল একাডেমির ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগগরের সাংগঠনিক সম্পাদক মুকিম বিল্যাহ্, গার্ডেন ভিউ ন্যাশনাল একাডেমির প্রধান শিক্ষক ফাতিমা বেগম, সহকারি শিক্ষিকা তানিয়া আক্তার, অর্কিড স্কুল এন্ড কলেজের পরিচালক আব্বাস উদ্দিন, ব্রাইট সাকসেস স্কুল এন্ড কলেজের পরিচালক আব্দুল্লাহ আল মামুন ও বঙ্গবন্ধু বাংলা বিদ্যাপিঠের প্রধান শিক্ষিকা প্রিয়াঙ্কা চৌধুরী।
নগরীর এই সর্ববৃহৎ মেধা বৃত্তি পরীক্ষা পরিচালনায় সার্বিক ভাবে নিয়োজিত ছিলেন- সভাপতি শেখ জসিম উদ্দিন (প্রধান শিক্ষক, শাইনিং সান আইডিয়াল স্কুল), সহ-সভাপতি মো. হারিছ মিয়া (প্রধান শিক্ষক, ফ্রেন্ডস্ স্কুল এন্ড কলেজ), সহ-সভাপতি নাসরিন সুলতানা (প্রধান শিক্ষক, উদয়ন স্কুল), মো. শফিকুল ইসলাম (প্রধান শিক্ষক, অক্সফোর্ড স্কুল), মোহাম্মদ মোজাম্মেল হোসাইন (প্রধান শিক্ষক, প্রফেসর হুমায়ুন ইসলামিক একাডেমি), সাধারণ সম্পাদক মো. আব্বাস উদ্দিন (পরিচালক, অর্কিড স্কুল এন্ড কলেজ), সহ-সাধারণ সম্পাদক রাশেদা নূর (প্রধান শিক্ষক, চাইল্ড হেভেন গ্রামার স্কুল), অর্থ সম্পাদক রুস্তম আলী (পরিচালক, সানফ্লাওয়ার আইডিয়াল), সাংগঠনিক সম্পাদক মো. হাসান (প্রধান শিক্ষক, সানফ্লাওয়ার আইডিয়াল স্কুল)।
সকল পরীক্ষা কেন্দ্র সমূহ পরিচালনায় ছিলেন- কেন্দ্র অডিটর মুকিম বিল্যাহ্, সচিব বাদল হাজরা, প্রদীপ ধর, প্রিয়াংকা, এম আবদুল্লাহ আল মামুন, মোজাম্মেল হোসাইন, রাশেদা নুর, আলেয়া বেগম, রুপা, শামীম সিকদার।
বায়ান্ন/এএস/একে