ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ৩জন প্রার্থীর মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : রবিবার ৩ ডিসেম্বর ২০২৩ ০৬:১০:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ৩জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। যারা হলেন, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শাহজাহান, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গোলাম নওশের ও মোহাম্মদ রিয়াজ উদ্দিনের মনোনয়ন ফরম বাতিল করা হয়েছে।
 
চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ রোববার সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
 
স্বতন্ত্র প্রার্থী হতে চাইলে মনোনয়ন পত্রের সঙ্গে নিজ নির্বাচনী আসনের মোট ভোটারের ১ শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দিতে হয়।
 
 উক্ত প্রার্থীরা জমা দেওয়া ভোটারের স্বাক্ষর ‘ত্রুটিপূর্ণ’ হওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
 
উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুন উদয় ত্রিপুরা বলেন, “ভোটারের স্বাক্ষরে সমস্যার কারণে ফটিকছড়িতে ৩জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।”