![](https://dainikbayanno.com/storage/20250212-174933.jpg)
তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে চাঁদপুরে জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে মশক নিধন অভিযানের উদ্বোধন হয়েছে।বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
এ সময় তিনি বলেন, আজকে ডিসি অফিস থেকে এ কার্যক্রমটি শুরু হলো। পরবর্তীতে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে এ কার্যক্রম অব্যাহত থাকবে । পৌর এলাকার একটি মহল্লাও যেন এই সেবা থেকে বাদ না পরে সেদিকে খেয়াল করে মশক নিধন অভিযানটি চালিয়ে যাবেন। পৌর নাগরিকরা যেন এ সেবা থেকে বঞ্চিত না হয়।
এসময় চাঁদপুর পৌরসভার প্রশাসক মোঃ গোলাম জাকারিয়া, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল কাাম ভূঞা, প্রশাসনিক কর্মকর্তা মফিজ উদ্দিন হাওলাদার, শহর জামায়াতে ইসলামীর সেক্রেটারী এডভোকেট শাহজাহান খান, পৌরসভার কর্মকর্তা শাহরিয়ার, শাহজাহান মাঝিসহ জেলা প্রশাসন ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বায়ান্ন/এসএ