ঢাকা, বুধবার ২৯ জানুয়ারী ২০২৫, ১৫ই মাঘ ১৪৩১

চাঁদপুরে জেলা প্রশাসকের নিকট সিএনজি শ্রমিকদের স্মারকলিপি প্রদান

মিজান লিটন, চাঁদপুর | প্রকাশের সময় : সোমবার ২৭ জানুয়ারী ২০২৫ ০৬:২৯:০০ অপরাহ্ন | দেশের খবর

চাঁদপুর শহরে ১ ফেব্রুয়ারি থেকে জেলা প্রশাসক কর্তৃক সিএনজির প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি এই নিষেধাজ্ঞা কার্যকর হয় তবে প্রায় ১৫ হাজার সিএনজি চালক শ্রমিক ক্ষতির সম্মুখীন হবেন। 

এ পরিস্থিতি তুলে ধরতে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সোমবার বিকেলে চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিকশা ও টেক্সি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দীনের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। 

স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি কাজী ফরুক, কার্যকরি সভাপতি জহির পাটওয়ারী, সিনিয়র সহ-সভাপতি মো. মিন্টু বেপারী, সাধারণ সম্পাদক সেলিম গাজী, যুগ্ম সম্পাদক আবু তাহের মিজি, দপ্তর সম্পাদক মো. শামীম মিজি, প্রচার সম্পাদক সবুজ সরকার, লাইন্স ও সড়ক সম্পাদক মো. তাইজুদ্দিন হাওলাদার, কোষাধ্যক্ষ মাসুদ গাজী, কার্যকরি সদস্য মো. ফারুক বেপারী, মো. বেলায়েত খান, মো. রাজ্জাক, মো. মোস্তফা বেপারী, মতলব উত্তর উপজেলার সভাপতি আব্দুল আওয়াল, মতলব দক্ষিণ শ্রমিক নেতা বিল্লাল, কবির হোসেন গাজীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, আমার দরজা সবসময় আপনার জন্য খোলা। আপনি যেকোনো সময় এসে আমার সাথে দেখা করতে পারেন। আমি আপনার দাবী-দাওয়াগুলো দেখব এবং প্রয়োজনে আমি আবারও আপনাদের সাথে বসব।

স্মারকলিপিতে সিএনজি চালকদের বিভিন্ন দাবী ও অভিযোগ তুলে ধরা হয়। 

শ্রমিকরা আশাবাদী, তাদের দাবি-দাওয়া দ্রুত বাস্তবায়িত হবে।

বায়ান্ন/প্রতিনিধি/একে