কুমিল্লার চান্দিনায় বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার যাত্রী দুই নারী ও এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (৩১ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে চান্দিনা মাধাইয়া এলাকার তন্নী (২০) নামের এক যাত্রীর পরিচয় পাওয়া গেলেও তাৎক্ষনিকভাবে অপর নারী যাত্রী ও শিশুর (৩) পরিচয় পরিচয় পাওয়া যায়নি। আহত সিয়াম, রাজিয়া ও জাহিদ নামের তিনজনকে কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, সোমবার দুপুরে গাড়ির ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশাটিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। আমরা ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করি। আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় হাসপাতালে আরও একজন নিহত হন। শুনেছি অটোরিকশাটি চট্টগ্রামমুখী ছিল।