ঢাকা, রবিবার ১৯ মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১

ছাগলনাইয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

ছাগলনাইয়া সংবাদদাতা : | প্রকাশের সময় : সোমবার ১৪ নভেম্বর ২০২২ ১০:২৫:০০ অপরাহ্ন | দেশের খবর

বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ছাগলনাইয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে পদযাত্রা ও আ‌লোচনা সভার আ‌য়োজন ক‌রে ছাগলনাইয়া ডায়াবেটিস স‌মি‌তি। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল, 'আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন।’ অর্থাৎ ডায়াবেটিস সম্পর্কে ভালোভাবে জানতে পারলে একে প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়।এ সম্প‌র্কে স‌চেতনতা বৃ‌দ্ধি ক‌রে আত‌ঙ্ক রো‌ধে করার ওপর গুরুত্বারোপ করে বিনামূ‌ল্যে রোগ নির্ণয় ও প্রয়োজনীয় পরামর্শ প্রদা‌নের ব্যবস্থা করা হয় ছাগলনাইয়া ডায়বেটিস স‌মি‌তির পক্ষ থে‌কে। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।তিনি ব‌লেন, আমা‌দের প্রত্যেকেরই উ‌চিত ডায়া‌বে‌টিস সম্প‌র্কে জানা এবং আশপা‌শের সকল‌কে জানানো। ত‌বেই থামা‌নো যা‌বে ডায়া‌বেটি‌সের মরণথাবা। সাংবাদিক এবিএম নিজাম উদ্দিনের সঞ্চালনায় ডায়া‌বে‌টিস সম্পর্কে বিস্তা‌রিত আ‌লোচনা ক‌রেন সমিতির কার্যকারী কমিটির সদস্য মো.নজরুল ইসলাম হেলালি । তি‌নি ব‌লেন, ডায়াবেটিস এক‌টি মরণব্যাধি হ‌লেও নিয়‌ন্ত্রিত ডায়া‌বে‌টিস কখ‌নোই ক্ষ‌তির কারণ নয়। ডায়া‌বে‌টিস চি‌কিৎসার মাধ্যমে প‌রিপূর্ণ নির্মূল না হ‌লেও স‌ঠিক সম‌য়ে রোগ নির্ণয়ের মাধ্যমে স‌ঠিক চিকিৎসা এবং শৃঙ্খ‌লিত জীবনযাপনের মাধ্যমে প‌রিপূর্ণ সুস্থ থাকা সম্ভব। ছাগলনাইয়া পৌর মেয়র ও সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা'র সার্বিক সহোযোগিতায় সভাপতিত্ব করেন ফেনী জেলা আওয়ামীলীগের সদস্য ও সমিতির সভাপতি মিজানুর রহমান মজুমদার। মিজানুর রহমান মজুমদার বলেন, স‌মি‌তির লক্ষ্য ও উ‌দ্দেশ্য একটাই সক‌লের সুস্থতা। তাই সক‌লের নিয়‌মিত পরীক্ষা নিশ্চিত কর‌তে স‌মি‌তি সবসম‌য়েই আপনা‌দের পা‌শে আ‌ছে ও থাক‌বে। সভায় আরো উপস্থিত ছিলেন,উপজেলা আ'লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, সাংগঠনিক সম্পাদক মোমিন মেম্বার, নুরুল হক,সাংবাদিক শেখ কামাল প্রমূখ। অনুষ্ঠান শেষে অসহায় মানুষদের নগদ অর্থ বিতরণ করেন মিজানুর রহমান মজুমদার।