ঢাকা, রবিবার ১৭ নভেম্বর ২০২৪, ৩রা অগ্রহায়ণ ১৪৩১

ছাতকে বাল্য বিয়ে করতে এসে যুবকের কারাদন্ড

সুনামগঞ্জ প্রতিনিধি: | প্রকাশের সময় : রবিবার ১৫ জানুয়ারী ২০২৩ ১১:০৩:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন



সসুনামগঞ্জ জেলার ছাতকে বাল্য বিয়ে করতে গিয়ে এক যুবক এখন শ্রীঘরে। ভ্রাম্যমান আদালত ওই যুবককে দন্ড দেয়। দন্ডপ্রাপ্ত বর সালাউদ্দিন (১৯) কে ২ বছরের কারাদন্ডাদেশ দেয়া হয়।

শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী এ সাজা প্রদান করেন। বর সালাউদ্দিন উপজেলার নেয়ারাই ইউনিয়নের ছনখাইড় গ্রামের সাঞ্জব আলীর পুত্র।

জানা যায়, ছাতক শহরের বাসিন্দা ১৭ বছর বয়সী এক কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে সালাউদ্দিন। ঘটনার প্রায় ১৫ দিন আগে বিয়ের প্রলোভন দিয়ে অপ্রাপ্ত বয়স্ক এ কিশোরীকে তার নিজ বাড়িতে নিয়ে যায় সালাউদ্দিন। পড়ে উভয় পক্ষের সম্মতিতে শনিবার বিয়ের আয়োজন করে বর পক্ষ। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে বর সালাউদ্দিনসহ কিশোরী কনেকে আটক করে। 

শনিবার তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত বর সালাউদ্দিনকে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করেন। এদিকে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেয়া দন্ডনীয় অপরাধের কথা উভয় পক্ষকে জানিয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট কনেকে তার পিতার হাতে তুলে দেন।