ঢাকা, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

জগন্নাথপুরে ২১ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার ছাত্র

সুনামগঞ্জ প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ৪ জুন ২০২৪ ০৩:১৬:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সুনামগঞ্জের জগন্নাথপুরে ২১ দিন ধরে মেহেদী হাসান (১৩) নামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ রয়েছে।

 

এ ব্যাপারে গত ৩০ মে ওই মাদ্রাসা ছাত্রের বাবা জগন্নাথপুর পৌরসভার হবিবপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মনির হোসেন মুন্না থানায় সাধারণ ডায়েরি করেন।

 

নিখোঁজ মেহেদী হাসান টি.এম হিফজুল কুরআন একাডেমির হিফজ শাখার ছাত্র।

 

মেহেদীর বাবা মনির হোসেন মুন্না জানান, গত ১৩ মে সকাল মাদ্রাসায় যাওয়ার পথে মেহেদী নিখোঁজ হয়। এরপর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।

 

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, নিখোঁজ ছেলেটির সন্ধানে আমরা কাজ করছি।