ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

জনগণকে বাইরে রেখে সরকারের বক্তব্য গ্রহণযোগ্য হবে না: আমীর খসরু

রিয়াদ হাসান, ঢাকা: | প্রকাশের সময় : মঙ্গলবার ১২ নভেম্বর ২০২৪ ০৪:০৫:০০ অপরাহ্ন | জাতীয়

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অন্তর্র্বতী সরকারের জন্য একমাত্র গ্রহণযোগ্য বয়ান হবে নির্বাচন মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া। অন্য যে কোনো বয়ান জনগণ গ্রহণ করবে না, কারণ অতীতে যারা জনগণকে উপেক্ষা করে দেশ পরিচালনা করেছে, তারা প্রত্যাখ্যাত হয়েছে।

তিনি বলেন, “বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে, দেশ কোন পথে এগোবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের অধিকার ফিরিয়ে আনতে একটি ঐক্যবদ্ধ আন্দোলনের কথা ভাবছেন। তিনি কোনো নির্দিষ্ট দল নয়, বরং পুরো দেশকেই গুরুত্ব দিচ্ছেন।”

মঙ্গলবার (১২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে "টেইক ব্যাক বাংলাদেশ: নাগরিক ভাবনা" শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন আমীর খসরু। এই অনুষ্ঠানের আয়োজন করে ভয়েস ফর ডেমোক্রেসি অ্যান্ড ভোটার রাইটস।

তিনি আরও বলেন, "জাতীয় ঐক্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার হলে বিএনপির কোনো আপত্তি নেই। আমাদের লক্ষ্য হলো গণতন্ত্র প্রতিষ্ঠা। বিএনপি দীর্ঘদিন ধরে জনগণের স্বার্থে সংস্কার দাবি জানিয়ে আসছে। খালেদা জিয়া ছয় বছর আগে ভিশন ২০৩০ ঘোষণা করেছিলেন এবং এক বছর আগে তারেক রহমান ৩১ দফা সংস্কার ঘোষণা করেছেন। এই সংস্কার প্রস্তাবগুলি বিএনপির একক সিদ্ধান্ত নয় বরং যুগপৎ আন্দোলনের সহযোগী সব দলকে সঙ্গে নিয়ে করা হয়েছে।"

অনুষ্ঠানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক ড. এম মুজিবুর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করে বলেন, "নাগরিকদের ভোট ছাড়া রাষ্ট্রের প্রকৃত মালিকানা প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। ভোটাধিকার নিশ্চিত না হলে রাষ্ট্র কখনো প্রকৃত অর্থে জনগণের হবে না।"

ভয়েস ফর ডেমোক্রেসি অ্যান্ড ভোটার রাইটস এর আহ্বায়ক মোস্তফা কামাল মজুমদার এর সভাপতিত্বে বৈঠকটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব হুমায়ুন কবির বেপারী। অনুষ্ঠানে আরও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

বায়ান্ন/এএস