ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

জাতীয় শিশু দিবস ও ভাষা শহীদদের স্মরণে চিত্রশালা একাডেমিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বোয়ালখালী প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ১৬ মার্চ ২০২৪ ০৩:৫৪:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

জাতীয় শিশু দিবস ও ভাষা শহীদদের স্মরণে চিত্রাশালা একাডেমির আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মার্চ) সকালে বোয়ালখালী ডিজিটাল একাডেমির হলরুমে প্রতিযোগিতার উদ্বোধন করেন চিত্রাশালা একাডেমির পরিচালনা পর্ষদের সদস্য মুহাম্মদ আবু নাঈম।

 

প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অর্ধশতাধিক  শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিশুরা চিত্রাঙ্কন প্রতিযোগিতা অংশগ্রহণ করে বেশ আনন্দিত।

 

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রশালা একাডেমির পরিচালনা পর্ষদের সভাপতি মুহাম্মদ নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী ডিজিটাল একাডেমির অধ্যক্ষ মো. বজলুর রহমান, পরিচালনা পর্ষদের সদস্য মুহাম্মদ ইব্রাহীম, মুহাম্মদ তৌহিদুল ইসলাম। 

এছাড়া কক্ষ পরিদর্শক হিসেবে ছিলেন পলাশী ধর, সুমনা পারভীন, আলাউদ্দিন আলো, শাহাদাত হোসাইন জুনাঈদী। 

 

অতিথিরা বলেন, এ ধরনের প্রতিযোগিতায় শিশুদের মনঃপ্রাণ উৎফুল্ল হয় এবং মোবাইল বা গেইম আসক্তি থেকে দূরে থাকতে সহায়তা করে।