ঢাকা, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

জামালগঞ্জে ৪ ইউপির ২টিতে নৌকার হার

সুনামগঞ্জ প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৬ জানুয়ারী ২০২২ ১১:৫৩:০০ পূর্বাহ্ন | সিলেট প্রতিদিন

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় ৫ম ধাপের ৪টি ইউনিয়নে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। চারটি ইউনিয়নের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী ২টি, স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) ২টিতে বিজয়ী হয়েছে।

বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই উপজেলার চার ইউনিয়নের মোট ৪২টি কেন্দ্রে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ উপজেলার চার ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৮২ হাজার ২৪৪ টি।

বেহেলী ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুব্রত সামন্ত সরকার ৩ হাজার ৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ফয়েজ আহমদ (দুটি পাতা) পেয়েছেন ২ হাজার ১১২ ভোট।

ফেনারবাঁক ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজল চন্দ্র তালুকদার (নৌকা প্রতীক) ৬ হাজার ২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুলফিকার চৌধুরী রানা (মোটরসাইকেল) প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৯৭৭ ভোট।

ভীমখালী ইউনিয়নে স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী মোহাম্মদ আক্তারুজ্জামান তালুকদার (ঘোড়া) ৬ হাজার ৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আক্তারুজ্জামান শাহ (নৌকা প্রতীক) পেয়েছেন ৫ হাজার ৬৯৮ ভোট।

সাচনাবাজার ইউনিয়নে স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী মাসুক মিয়া (ঘোড়া) ৫ হাজার ৫২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন সায়েম পাঠান (নৌকা) ৩ হাজার ৬৪৫ ভোট।

গত ডিসেম্বরে ৫ম ধাপের এ নির্বাচনের তফসিল ঘোষণার পর চলতি বছরে ৫ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।