![](https://dainikbayanno.com/storage/japa.gif)
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপির সুস্থতার জন্য সর্বস্তরের সিলেটবাসীর নিকট দোয়া চেয়েছেন সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক কুনু মিয়া।
সোমবার এক বিবৃতিতে তিনি জিএম কাদেরের জন্য দোয়া প্রার্থনা করেন এবং একই সাথে সিলেট জেলার অন্তর্গত সকল উপজেলা ও পৌর শাখা জাতীয় পার্টিকে দলের চেয়ারম্যানের সুস্থতার জন্য দ্রুত নিজ নিজ এলাকায় দোয়া মাহফিল আয়োজনের নির্দেশ প্রদান করেন।
উল্লেখ্য, জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি করোনা আক্রান্ত হয়েছেন। সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য ১৫ জানুয়ারী কোভিড পরীক্ষা করলে গত রোববার তার রিপোর্ট পজিটিভ আসে।