ঢাকা, রবিবার ১৭ নভেম্বর ২০২৪, ৩রা অগ্রহায়ণ ১৪৩১

জিসাসের বিশেষ সভা: সাংগঠনিক কার্যক্রম বেগবান করার আহ্বান

রিয়াদ হাসান | প্রকাশের সময় : রবিবার ১৭ নভেম্বর ২০২৪ ০৬:০১:০০ অপরাহ্ন | রাজনীতি

জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কমিটিকে সুসংগঠিত করার লক্ষ্যে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ৫ম তলায় জাতীয়তাবাদী শ্রমিক দলের কক্ষে এক বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাহিদ গুলনার ইভা।

সভায় সংগঠনের সাম্প্রতিক কার্যক্রম নিয়ে আলোচনা হয় এবং আগামী দিনে সাংস্কৃতিক কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের প্রস্তাব উত্থাপন করা হয়।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ সাংগঠনিক কার্যক্রমকে জাতীয় পর্যায়ে আরও সম্প্রসারিত করার বিষয়ে মতামত প্রদান করেন। এ সময় তারা সংগঠনের সাংস্কৃতিক কর্মকাণ্ডে তরুণ প্রজন্মকে আরও বেশি সম্পৃক্ত করার আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন জিসাসের কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ। তারা সংগঠনের কাজকে এগিয়ে নেওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে দেশের সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যয় ব্যক্ত করেছে।

বায়ান্ন/আরএইচ/একে