ঢাকা, রবিবার ১৭ নভেম্বর ২০২৪, ৩রা অগ্রহায়ণ ১৪৩১

ফেনীতে বাংলাদেশ ব্যাংকের সিএমএসএমই খাতে অর্থায়ন সম্পর্কিত মতবিনিময় সভা

এমরান পাটোয়ারী, ফেনী | প্রকাশের সময় : রবিবার ১৭ নভেম্বর ২০২৪ ০৬:০৪:০০ অপরাহ্ন | দেশের খবর

 

ফেনীতে সিএমএসএমই খাতে অর্থায়ন সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার দুপুরে বাংলাদেশ ব্যাংকের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম এর নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্রগ্রাম এর পরিচালক মো: আরিফুজ্জামান।

জনতা ব্যাংক পিএলসি নোয়াখালী বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো: মফিজুল ইসলামের সভাপতিত্বে ও জনতা ব্যাংক পিএলসি বেকের বাজার শাখার ব্যবস্থাপক মো: আশরাফ-উদ-দৌলার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফেনী জেলা ব্যাংকার্স ফোরামের সভাপতি ফাস্ট সিকিউরিটি ব্যাংকের আঞ্চলিক প্রধান সামছুল করিম মজুমদার ও ব্যাংকার্স ফোরাম ফেনীর সাধারণ সম্পাদক ও সাউথ ইস্ট ব্যাংক ফেনী শাখার ব্যবস্থাপক কামাল উদ্দিন।

স্বাগত বক্তব্য রাখেন, জনতা ব্যাংক ফেনীর এরিয়া অফিসের ডিজিএম মুহাম্মদ মোরশেদ আলম।

শুভেচ্ছা বক্তব্য রাখেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ফেনীর অঞ্চলিক প্রধান গিয়াস উদ্দিন, সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিসার মো: হারুন অর রশীদ।

বক্তব্য রাখেন শিল্প উদ্যেক্তা সাকুরা ফুড প্রোডাক্ট এর সত্বাধীকারী আবদুল মোতালেব, স্টারলাইন গ্রুপের ফাইন্যান্স পরিচালক জামাল উদ্দিন, জেনিথ ফার্মাসিউটিকেল এর ব্যবস্থাপনা পরিচালক ড. বেলাল উদ্দিন আহমেদ, হাজী নজির আহম্মদ গ্রুপের এমডি আলহাজ্ব নূর আজম, কাজী লেদার প্রোডাক্ট এর স্বত্ত্বাধিকারী কাজী জামাল উদ্দিন, রিয়েলেটি ফ্যাশন এর প্রোপাইটর কামরুন নেসা মনি, তাসফিয়াতুল আম্বিয়া, আলা উদ্দিন মেম্বার, বিসিক এজিএম মো: হানিফ প্রমুখ।

অনুষ্ঠানে ২ জন ক্ষুদ্র উদ্যেক্তার মাঝে ২৫ লাখ টাকা ঋন বিতরণ করা হয়। 

IMG-20241117-WA0095

উদ্যেক্তরা বলেন, সম্প্রতি ভয়াবহ বন্যায় ফেনীর সকল সেক্টরে উদ্যেক্তারা কয়েক হাজার কোটি টাকা ক্ষতিগ্রস্থ হয়েছে। তাই স্বল্প সুদে ঋন বিতরণ করে উদ্যেক্তাদের টিকিয়ে রাখতে  ব্যাংকের কর্মকর্তাদের অনুরোধ করেন। এ ক্ষেত্রে নারী উদ্যেক্তাদের সহজ শর্তে ঋন দিতে সকল ব্যাংক ব্যবস্থাপকদের দৃষ্টি আকর্ষণ করেন।

প্রধান অতিথি বলেন, ফেনীর বন্যা একটা স্বরণকালের বন্যা যার জন্য ফেনীবাসী কখনোই প্রস্তুত ছিলোনা। ফেনীবাসীর এ দুঃসময়ে ফেনীবাসীর পাশে বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংক আগেও ছিলো এখোনো আছে। আজকে এ অনুষ্ঠানে এসে উদ্যেক্তাদের নানা অভিযোগ শুনেছি তা সেন্ট্রাল ব্যাংকের কর্মকর্তাদের আলোচনায় উপস্থাপন করা হবে। কারন উদ্যেক্তারা টিকে থাকলে আমরাও টিকে থাকবো। অন্যান্য উৎপাদনের পাশাপাশি কৃষি উৎপাদনে এগিয়ে আসতে হবে। অচিরেই ব্যাংকিংখাতে আধুনিক পরিবর্তন আসবে।

বায়ান্ন/প্রতিনিধি/একে