ঢাকা, শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪, ৩০শে কার্তিক ১৪৩১

জুড়ীতে ডাকাতির অভিযোগে দেশিয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

মৌলভীবাজার প্রতিনিধি | প্রকাশের সময় : বুধবার ৮ জুন ২০২২ ০৯:৩৪:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন
মৌলভীবাজারের জুড়ীতে ডাকাতির অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে জুড়ী থানার পুলিশ। মঙ্গলবার ভোররাতে অভিযান চালিয়ে বড়লেখার দক্ষিনভাগ থেকে আব্দুল জলিলকে গ্রেপ্তার করার পর তার দেওয়া তথ্য মতে অপর তিনজনকে গ্রেফতার করা হয়েছে।  

বুধবার জুড়ী থানায় এক সংবাদ সম্মেলন এ এসব কথা জানান মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) )সুর্দশন কুমার রায়।

সংবাদ সম্মেলনে বলেন, গত ৬ জুন রাতে জুড়ী উপজেলার আমতৈল গ্রামের মৃত শফিকুর রহমানের পুত্র জিয়াউর রহমানের বাড়িতে ডাকাত দল ঢুকে বাড়ির মালিককে বেঁধে বাড়িতে থাকা নগদ টাকা ও ১০/১১ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। পরদিন ৭ জুন তিনি জুড়ী থানায় মামলা দায়ের করলে তথ্য প্রযুক্তির সহযোগিতায় উপজেলার গোয়ালবাড়ী গ্রামের লালা মিয়ার পুত্র আব্দুল জলিল(৩০)কে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্য ও তথ্য প্রযুক্তির সহযোগিতায় একই উপজেলার দূর্গাপুর গ্রামের রবাই মিয়ার পুত্র কামরুল ইসলাম(২৭), জামকান্দি গ্রামের হাজির মিয়ার পুত্র মারুফ আহমদ সানু(২১), পশ্চিম ভবানীপুর গ্রামের লকুছ মিয়ার পুত্র রবি মিয়া(২১)কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত তালা কাটার প্লাস, বড় ৩ টি দা, একটি সাবল সহ সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(কুলাউড়া সার্কেল) সাদেক কাউছার দস্তগীর, জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ও পুলিশ পরিদর্শক আবুল কালাম প্রমূখ।