ঢাকা, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০

জুড়ীতে বন্যার্তদের মা‌ঝে স্বাস্থ্য সামগ্রী বিতরণ

জুড়ী প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৮ জুন ২০২২ ১০:৫৬:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

মৌলভীবাজা‌রের জু‌ড়ী সরকারী ম‌ডেল উচ্চ বিদ্যাল‌য় বন্যা আশ্রয় কেন্দ্রে আশ্রিতদের বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

 মঙ্গলবার সকাল থেকে ডি.এম.এফ ডিগ্রীধারী চি‌কিৎসক‌দের জাতীয় সংগঠন বাংলা‌দেশ ডি‌প্লোমা মে‌ডি‌কেল এসো‌সি‌য়েশন (ইউগঅ) এসেবা কার্যক্রম পরিচালনা করে।

এসময় উপ‌স্থিত থে‌কে চি‌কিৎসা সেবা ও উপহার বিতরণ ক‌রেন সংগঠ‌নের কেন্দ্রীয় তথ্য ও গ‌বেষণা সহ সম্পাদক ও সমন্বয়ক মে‌ডি‌কেল ক‌্যাম্প ও ত্রাণ বিতরণ বিভাগ,  ডাঃ এ কে এম সামছু‌দ্দিন, ডাঃ ক‌মলেন্দু রায়, ডাঃ মোঃ আব্দুল মু‌হিত, ডাঃ স্বপন তালুকদার, ডাঃ রাহুল কা‌ন্তি দাস, ডাঃ আবু নোমান ছিদ্দিক ভূঁইয়া, ডাঃ না‌দিয়া ফেরদৌস, ডাঃ আবু সালেহ মোঃ নাঈম, ডাঃ তামান্না শাওন পান্না, ডাঃ মিন্টু চন্দ্র নাথ, ডাঃ সালমা বেগম প্রমুখ।

সহ‌যো‌গিতা ক‌রেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাস ও এবাদুর রহমান-এর নেতৃত্বে স্কাউটস।