মৌলভীবাজারের জুড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসায় থাকার ৯ দিনের মাথায় ফাহিম আহমদ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
ফাহিম জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের গৌরীপুর গ্রামের বাসিন্দা, জাতীয় পার্টি নেতা আনোয়ারুল হক আনুর ২য় পুত্র। সোমবার রাত প্রায় এক ঘটিকায় সিলেট ইবনে সিনা হাসপাতালে সে মারা যায়।
জানা যায়, ফাহিম গত ২ জুলাই দুপুরে মোটরসাইকেল চালিয়ে তার বন্ধু মারুফ ও রাজেবকে নিয়ে ঈদ উপলক্ষে ঘুরতে বের হয়। জুড়ী-বড়লেখা সড়কের হাতলীঘাট নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফাহিম ও মারুফ দু’জনই মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়। দ্রুত তাদের উদ্ধার করে মারুফকে সিলেট ওসমানী মেডিকেল ও ফাহিমকে সিলেট ইবনে সিনা হাসপাতালে নিয়ে ভর্তি তরা হয়।
সেখানে আইসিইউ ও লাইফ সাপোর্টে থেকে ৯ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সোমবার (১০ জুলাই) রাত প্রায় ১টায় সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। দুপুর আড়াইটায় জানাজার নামাজ শেষে স্থানীয় গোরস্তানে ফাহিমের লাশ দাফন করা হয়।