ঢাকা, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

জৈন্তাপুরে নব নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন

জৈন্তাপুর প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৬ জানুয়ারী ২০২২ ০৭:১৮:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেটের জৈন্তাপুর উপজেলায় গেল বছরের ২৮ নভেম্বরে ইউপি নির্বাচনে নির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়েছে।

৬ জানুয়ারী (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টায় জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা নূসরাত আজমেরী হক'র সভাপতিত্বে ৫টি ইউপি'র ৬০ জন সদস্য ও সদস্যাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল হাসানাত, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ, ১৭ পরগনার শালিস সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মওলা চৌধুরী, জৈন্তাপুর ইউপি'র সাবেক চেয়ারম্যান এখলাছুর রহমান।

এছাড়া আরোও উপস্থিত ছিলেন- নব নির্বাচিত চেয়ারম্যান মো. কামরুজ্জামান চৌধুরী, মো. রফিক আহমদ, বাহারুল আলম বাহার, মো. সুলতান করিম, মো. ফখরুল ইসলাম, নিজপাট ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইয়াহিয়া, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর অন লাইন প্রসক্লাবের সভাপতি এম.এ.রুহেল, জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন প্রমুখ।

নব নির্বাচিত ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার নূসরাত আজমেরী হক।