ঢাকা, শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৬ই অগ্রহায়ণ ১৪৩১

ঝিনাইদহে নবগঙ্গা নদী দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি- | প্রকাশের সময় : সোমবার ৩১ অক্টোবর ২০২২ ০৬:২১:০০ অপরাহ্ন | দেশের খবর
ঝিনাইদহের নবগঙ্গা নদী দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের এ কর্মসূচীর আয়োজন করে সদর উপজেলার জাড়গ্রামের বাসিন্দারা। কর্মসূচীতের ব্যানার ফেস্টুন নিয়ে এলাকাবাসী, মৎস্যজীবিসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
 
এসময় বক্তব্য রাখেন সদর উপজেলার কুমড়াবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল করিম সিরাজ, স্থানীয় আব্দুল লতিফ, গোলাম মোস্তফা, দেবেন্দ্র নাথ হালদার রবীন হালদার প্রমুখ।
 
বক্তারা বলেন, জাড়গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নবগঙ্গা নদীর ৭ টি স্থানে বাঁধ দিয়ে মাছ চাষ করছে প্রভাবশালীরা। স্থানীয় কৃষকরা নদীতে গেলে তাদের মারধর করা হয়। এমনকি নদীর পানিও ব্যবহার করতে দেওয়া হয় না। তাই দ্রুত বাঁধ অপসারণ করার দাবি তাদের। পরে জেলা প্রশাসকের কাছে তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি পেশ করেন তারা।