ঢাকা, শুক্রবার ১৭ মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১

টাঙ্গাইলে ইউপি নির্বাচনী সহিংসতায় আহত ৫

হাসান সিকদার,টাঙ্গাইল : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৯ ডিসেম্বর ২০২১ ১১:১০:০০ পূর্বাহ্ন | গণমাধ্যম

টাঙ্গাইলের ভূঞাপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পৃথক ৩টি সহিংসতায় ৫ জন আহত হয়েছে। বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন ও নিকরাইল ইউনিয়নে নৌকা সমর্থক ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে এ সহিংসতার ঘটনা ঘটে। আগামী (২৬ ডিসেম্বর) ভূঞাপুর উপজেলার ৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

জানা যায়, গোবিন্দাসী ইউনিয়নে দুপুর দেড়টার দিকে মাছ বাজার এলাকায় নৌকা প্রতীকের প্রার্থী দুলাল হোসেন চকদারের সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) আনারস প্রতীকের আমিনুল ইসলাম আমিনের ছোট ভাইয়ের উপর হামলা চালালে সে গুরুতর আহত হয়। তাকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অপরদিকে, নিকরাইল ইউনিয়নে দুপুর আড়াইটার দিকে ন্যাংড়া বাজার এলাকায় নৌকা প্রতীকের প্রার্থী মুহাম্মদ আব্দুল মতিন সরকারের সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) আনারস প্রতীকের মাসুদুল হক মাসুদের সমর্থকদের উপর হামলা চালায়। এতে ৩ জন আহত হয়। ভাংচুর করা হয় ৩টি মোটরসাইকেল। পরবর্তীতে মাটিকাটা এলাকায় স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) আনারস প্রতীকের মাসুদুল হক মাসুদের সমর্থকেরা নৌকা প্রতীকের প্রার্থী মুহাম্মদ আব্দুল মতিন সরকারের সমর্থকদের উপর হামলা চালায়। এতে ১ জন আহত হয়। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যেকোন অনাকাঙ্খিত ঘটনা এড়াতে পুলিশ টহল জোরদার করা হয়েছে।