টাঙ্গাইলের গোপালপুরে নগদা শিমলা ইউনিয়নের ভোটকেন্দ্রের সামনে থেকে অস্ত্রসহ স্বপন আলী (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে মাকুল্যা সরকারি বিদ্যালয়ের কেন্দ্রের সামনে থেকে তাকে আটক করা হয়। গোপালপুর থানার এস আই মাসুদ রানা এ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, আটক স্বপন আলী রায়ের মাকুল্যা গ্রামের ইমান আলীর ছেলে। তিনি পেশায় মুদি ব্যবসায়ী।
গোপালপুর থানার এস আই মাসুদ রানা জানান, ভোটকেন্দ্রের সামনে স্বপন আলী দেশীয় ধারালো অস্ত্র চাকু ও জিআই পাইপ নিয়ে মহড়া দিচ্ছিল। খবর পেয়ে তাকে কেন্দ্রের সামনে থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত আইনে মামলার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, ইভিএমের মাধ্যমে বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ একটানা বিকেলে ৪টা পর্যন্ত চলবে। সকাল থেকেই ভোটার উপস্থিত লক্ষ করা গেছে। নির্বাচনে দুই জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন।
মোট ভোটার ২৬ হাজার ৩৪৯ জন। ভোটকেন্দ্র ১০টি। ভোটকক্ষ ৭৫টি। এদিকে ঘাটাইলের দেওলাবাড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এবং মধুপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।