ঢাকা, বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১

টাঙ্গাইলে মওলানা ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

হাসান সিকদার, টাঙ্গাইল | প্রকাশের সময় : বুধবার ১৭ নভেম্বর ২০২১ ০৩:৫৩:০০ অপরাহ্ন | জাতীয়
টাঙ্গাইলে নানা আয়োজনে পালিত হচ্ছে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী।
 
 
বুধবার (১৭ নভেম্বর) ভোর থেকে টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর মাজারে আসতে শুরু করেছে ভক্তরা।
 
বুধবার সকালে ভাসানীর মাজারে পুস্পস্তবক অপর্ন এবং মোনাজাতের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর এ আর এম সোলাইমান ।
 
এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থী, মাওলানা ভাসানীর পরিবার, টাঙ্গাইল প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, ভাসানী ভক্তরা মাজারে পুস্পস্তবক অর্পন এবং মোনাজাত করেন।
 
এ দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি নিয়েছে। তার মধ্যে রয়েছে আলোচনা সভা, বাউল গান পরিবেশন, মিলাদ, দোয়া মাহফিল, ওরশ, দুঃস্থদের মাঝে খাবার বিতরণসহ কাঙালি ভোজ।