টাঙ্গাইলের কালিহাতীতে ৫ হাজার ২’শ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) ডিবি পুলিশ। গতকাল শনিবার বিকেলে উপজেলার সল্লা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত উপজেলার কদিম হামজানি গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে শাহীন আলম (৪০)।
রোববার দুপুরে জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) ডিবি পুলিশ টাঙ্গাইলের অফিসার ইনচার্জ দেলওয়ার হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গতকাল শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের অফিসার ইনচার্জ দেলওয়ার হোসেনের দিক নির্দেশনায় এসআই নুরুজ্জামান ও অফিসার ফোর্সসহ একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার সল্লাস্থ ভারাকৃত টেইলার্স দোকানের ভিতরে অভিযান পরিচালনা করেন।
অভিযানে কালিহাতী উপজেলার কদিম হামজানি গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে মাদক কারবারি শাহীন আলম (৪০) কে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ৫ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ লাখ ৬০ হাজার টাকা। তার বিরুদ্ধে কালিহাতী থানায় মাদক মামলা দায়ের করেছে (দক্ষিণ) ডিবি পুলিশ।