টাঙ্গাইলের মধুপুরে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন। শুক্রবার সকালে মধুপুর-জামালপুর মহাসড়কের মধুপুর উপজেলার কাইতকাই এলাকায় এ দুঘটনা ঘটেছে।
নিহতরা হলো- শেরপুর জেলার শ্রীবরদী এলাকার মিনার ইসলামের ছেলে রাসেল ইসলাম (২১), জামালপুরের দেওয়ানগঞ্জ এলাকার শারমিন (৩০) ও তার মেয়ে সোহাগী (৩)।
এ বিষয়ে মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হেমায়েল কবির ও মধুপুর থানার (ওসি) তারিক কামাল জানান, শুক্রবার সকাল ৭টার দিকে মধুপুর-জামালপুর মহাসড়কের মধুপুর উপজেলার কাইতকাই এলাকায় মধুপুর থেকে ছেড়ে আসা জামালপুরগামী সিএনজি চালিত অটোরিকশার সাথে মধুপুরগামী পিকআপভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ ২ জন নিহত হয়। এতে আহত হয় ৬ জন। পরে আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আহতদের মধ্যে এক নারী মারা যান। বর্তমানে আহত ৫ জনের চিকিৎসা চলছে হাসপাতালে। আহতরা হলো- সিরাজগঞ্জের জান্নাত সরকার (১৮), কামরুল ইসলাম (১৯), দিনাজপুরের রাহেনা (৩০), টাঙ্গাইলের রহিম মিয়া (৩৫), গাজীপুরের আবু জাফর (৪০)। দূর্ঘটনা কবলিত পরিবহনগুলো জব্দ করে থানায় আনা হয়েছে।