ঢাকা, বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১

রাজধানীতে বিশাল র‌্যালির প্রস্তুতি বিএনপির, অংশ নেবে লাখো মানুষ

আহমেদ শাহেদ, ঢাকা: | প্রকাশের সময় : শুক্রবার ৮ নভেম্বর ২০২৪ ০৯:১০:০০ পূর্বাহ্ন | জাতীয়

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আজ রাজধানীতে এক বিশাল র‌্যালির আয়োজন করতে যাচ্ছে।

শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে।

র‌্যালির উদ্বোধন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র জানায়, এই কর্মসূচিতে প্রায় ১০ লাখ মানুষের সমাগমের লক্ষ্য নিয়ে আয়োজন করা হয়েছে। দলের নেতারা বলছেন, এটি হবে স্মরণকালের সবচেয়ে বৃহৎ ও ঐতিহাসিক র‌্যালি।

বিএনপির এক নেতা বলেন, "আমাদের পূর্বের কর্মসূচিগুলোতে বাধা আসত, নেতাকর্মীদের নির্বিঘ্নে যোগদান করতে পারতেন না। কিন্তু এবার তেমন প্রতিবন্ধকতা নেই। আশা করছি, লাখ লাখ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই কর্মসূচি সফল হবে।"

বৃহস্পতিবার রাতে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, মঞ্চ প্রস্তুতির কাজে নিয়োজিত রয়েছেন দলের সংযুক্ত নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী। র‌্যালিতে বিপুল জনসমাগমের আশা করায় মঞ্চ নির্মাণসহ নানা প্রস্তুতিমূলক কাজ চলছিল।

এ র‌্যালির মাধ্যমে বিএনপি তাদের শক্তি প্রদর্শনের পাশাপাশি জনগণের মাঝে দলের ভাবমূর্তি আরো শক্তিশালী করার প্রত্যাশা করছে।

 

বায়ান্ন/এএস