ঢাকা, শনিবার ১১ মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১

তালামীযে ইসলামিয়া ছাত্রসমাজকে মেধা বিকাশের মাধ্যমে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের জন্য মানবসম্পদ : মাহবুবুর রহমান ফরহাদ

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার : | প্রকাশের সময় : বুধবার ৬ সেপ্টেম্বর ২০২৩ ০৫:৫১:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন
অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ বলেন, আমরা পড়ালেখা করি কেন। সেটা আমাদের জানতে হবে।
আমি কী করবো আমাকে লক্ষ্য স্থির করতে হবে। যদি শুধু লক্ষ্য হয় বড় ডিগ্রি নিয়ে চাকরি করবো। তাহলে ভুল চিন্তা করছেন, চিন্তার জগৎ বদলাতে হবে। শিক্ষা অর্জনের মূল উদ্দেশ্য হতে হবে মানবিক মূল্যবোধের বিকাশ।
তালামীযে ইসলামিয়া ছাত্রসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায়। যাতে ছাত্রসমাজ মেধা বিকাশের মাধ্যমে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের জন্য মানবসম্পদ হিসেবে গড়ে উঠে। আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে আজকের ছাত্রসমাজকেই এগিয়ে আসতে হবে। মঙ্গলবার ০৫ সেপ্টেম্বর ২০২৩ইং, বিকাল তিনটার সময় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আনওয়ারুল উলূম ফাজিল ডিগ্রি মাদ্রাসা'র হল রুমে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা আয়োজিত দাখিল/এসএসসি ও ছাদীছ-২০২৩ পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি
প্রধান অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে উদ্বোধক, আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)এর অন্যতম খলিফা ও শ্রীমঙ্গল আনওয়ারুল উলূম ফাজিল ডিগ্রি মাদ্রাসা'র প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, হযরত আল্লামা আব্দুন নুর (বড় হুজুর)।
"মেধার লালন, উন্নত চরিত্র গঠন ও মানবিক যোগ্যতা বিকাশের প্রত্যেয়েই হোক ছাত্র সমাজের পথচলা" এ সময় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখা সভাপতি মোঃ রাকিবুল ইসলাম সালেহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় অফিস সম্পাদক কাওসার হামিদ সাজু।
বিশেষ অতিথিবৃন্দ, কেন্দ্রীয় সদস্য এম কাওছার আহমদ। মৌলভীবাজার জেলা সভাপতি আলী রাব্বী রতন, সাধারণ সম্পাদক নাসির খান।
আমন্ত্রিত অতিথিবৃন্দ, শ্রীমঙ্গল আনওয়ারুল উলূম ফাজিল ডিগ্রি মাদ্রাসা'র অধ্যক্ষ মাওঃ মাহবুব আহমদ সালেহ, আল ইসলাহ শ্রীমঙ্গল উপজেলা শাখা সভাপতি মাওঃ মুজিবুর রহমান আল মাদানী, সহ সভাপতি মাওঃ মুফতি আব্দুল মজিদ, সহ সভাপতি সৈয়দ মঈনুদ্দিন ফারুকী, আল ইসলাহ শ্রীমঙ্গল পৌর শাখা সাধারণ সম্পাদক মাওঃ শামছুদ্দোহা খান আবু বকর, সহ সাধারণ সম্পাদক মাওঃ ফয়েজ উদ্দিন, অফিস সম্পাদক হাবিবুর রহমান শাজাহান। নবীগঞ্জ সরকারি কলেজ প্রভাষক মাঈনুল ইসলাম জাকির, শ্রীমঙ্গল আনওয়ারুল উলূম ফাজিল ডিগ্রি মাদ্রাসা'র আরবি প্রভাষক মাওঃ নুরুল আহমদ, তালামীযে ইসলামিয়া জেল সহ সভাপতি মোঃ আবুল কাসেম, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ রুমেন চৌধুরী-সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখা'র পক্ষ দাখিল/এসএসসি ও ছাদীছ-২০২৩ পরীক্ষায় উত্তীর্ণ কৃতি প্রায় ২০০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। পরে দোয়া পরিচালনা করেন শ্রীমঙ্গল আনওয়ারুল উলূম ফাজিল ডিগ্রি মাদ্রাসা'র অধ্যক্ষ মাওঃ মাহবুব আহমদ সালেহ। দোয়া শেষে সিন্নি (তাবারুক) বিতরণ করা হয়।