ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

দিনাজপুর মাল্টিপারপার হল রুম উদ্বোধন করেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী

ফখরুল হাসান পলাশ, দিনাজপুর | প্রকাশের সময় : সোমবার ১৫ নভেম্বর ২০২১ ০৫:৩৭:০০ অপরাহ্ন | দেশের খবর

ভারত সরকারের সহযোগীতায় শ্রী শ্রী কেন্দ্রীয় লোকনাথ মন্দির মাল্টিপারপাস হল রুমের উদ্বোধন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। 

সোমবার সকালে দিনাজপুর শহরের রায় সাহেব বাড়িস্থ শ্রী শ্রী কেন্দ্রীয় লোকনাথ মন্দিরের মাল্টিপারপাস হল রুম উদ্বোধন ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। এ সময় আরো উপস্থিত ছিলে বাংলাদেশের রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাট্টি, দিনাজপুর-১ আসনের এমপি মনোরঞ্জন শীল গোপাল প্রমূখ।

এসময় প্রধান অতিথি বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ৫০বছরের এবং এই সম্পর্ক অটুট থাকবে। বাংলাদেশের ৭১ এর মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ অনেক উন্নতি করেছে।

অনুষ্ঠান শেষে দিনাজপুরের ঐতিহাসিক কান্তজিউ মন্দির ও দীপ্ত জীবন হাসপাতাল পরিদর্শন করেন।