ঢাকা, বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৪ই অগ্রহায়ণ ১৪৩১

দিনাজপুরে জমজমাট আমের বাজার; তবুও দুশ্চিন্তায় বাগানীরা

দিনাজপুর প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ৪ জুলাই ২০২২ ০৪:০৫:০০ পূর্বাহ্ন | দেশের খবর

দিনাজপুরের গোরে শহীদ বড়মাঠে অস্থায়ী লিচু ও আমের বাজার। লিচু শেষে এবার সরগরম আমের বাজার। এবার লিচু ভালো দামে বিক্রি হলেও ভালো নেই আম বাগানীরা। আমের বাজার বেশ জমজমাট থাকলেও সঠিক দাম পাচ্ছেনা বাগানীরা। সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় বন্যা হয়ে যাওয়ায় এবং ঈদুল আযহার ঘনিয়ে আসায় কিছুটা কম অন্যান্য জেলার ব্যবাসায়ীদের আনাগোনা। তবে পর্যাপ্ত আমের সরবরাহ রয়েছে। বর্তমানে এই বাজারে প্রতিমন আম রূপালী বিক্রি হচ্ছে প্রকার ভেদে ১ হাজার থেকে দেড় হাজার টাকা, হাড়িভাঙ্গা ১৫শ থেকে ২১শ টাকা, মিশ্রিভোগ ১৮শ থেকে ২২শ টাকা এবং মল্লিকা ৭শ থেকে ১হাজার টাকা পর্যন্ত বেচাকেনা হচ্ছে। যা গত বছরের ছিল মন প্রতি ৩ থেকে ৪শ টাকা বেশি। বাগানীরা জানালেন আমের এমন দাম পেলে লোকসানের মুখে পড়বেন তারা। পাশাপাশি আম চাষে উৎসাহ ফেলবেন।

এদিকে আড়ৎদার ও খুচরা ব্যবসায়ীরা বলছেন, গত বছরের তুলনায় আমের বেচাকেনা অনেকটাই কম। পাশাপাশি এবার নেই কাঙ্খিত দাম।

জেলা ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রাজিউর রহমান বিপ্লব জানালেন, এই বাজারে জেলার ১৩টি উপজেলাসহ আসপাশের কয়েকটি জেলা থেকে আম নিয়ে আসেন বাগানীরা। বর্তমানে আমের দর কিছুটা কম থাকলেও, ঈদের পরে দাম বাড়বে বলে তিনি মনে করেন। এছাড়াও অতি বৃষ্টিতে চলতি বছর আমের গায়ের রং কিছুটা কালো হয়েছে।

কৃষি অফিসের তথ্য মতে দিনাজপুর জেলায় মোট ৫ হাজার ৬৯১ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে এবং আম উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছে ৬৩ হাজার ১৭০ মেট্রিক টন।