ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

দিনাজপুরে পালিত হলো জাতীয় পতাকা উত্তোলন দিবস

ফখরুল হাসান পলাশ, দিনাজপুর : | প্রকাশের সময় : শনিবার ১৮ ডিসেম্বর ২০২১ ০৫:৫৩:০০ অপরাহ্ন | দেশের খবর

দিনাজপুরে যথাযথ মর্যাদায় পালিত হলো জাতীয় পতাকা উত্তোলন দিবস। আজ শনিবার বিকালে স্থানীয় গোরে শহীদ বড়মাঠে এম. আব্দুর রহিম সমাজকল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের আয়োজনে জাতীয় পতাকা উত্তলন করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই জায়গায় এসে শেষ হয়। উক্ত র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশ গ্রহন করেন।

উল্লেখ্য ১৯৭১ সালে দেশ স্বাধীনের পর ১৮ ডিসেম্বর বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জননেতা এম আব্দুর রহিম দিনাজপুর শহরে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন। সেই থেকে প্রতিবছর আনুষ্ঠানিক ভাবে দিনটিকে জাতীয় পতাকা উত্তোলন দিবস হিসেবে এই জেলার মানুষ পালন করে আসছে।