চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের দিরাই উপজেলার ৯ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। মঙ্গলবার দলীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলটির স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভায় দলীয় প্রার্থীদের মনোনয়ন তালিকা চুড়ান্ত করা হয়।
মনোনয়ন বোর্ডের মূলতবি সভায় ৯ ইউনিয়নে নৌকা প্রতীকের টিকেট পেলেন যারা- রফিনগর ইউনিয়নে শৈলেন কুমার তালুকদার,২নং ভাটিপাড়া ইউনিয়নে মাহমুদুল হাসান চৌধুরী, ৩নং রাজানগর ইউনিয়নে শফিকুল হক তালুকদার, ৪নং চরনারচর ইউনিয়নে জগদীশ সামন্ত,৫নং দিরাই সরমঙ্গল ইউনিয়নে রঞ্জিত রায়,৬নং করিমপুর ইউনিয়নে লিটন চন্দ্র দাস,৭নং জগদল ইউনিয়নে হুমায়ূন রশিদ লাভলু,৮নং তাড়ল ইউনিয়নে আহম্মদ চৌধুরী,৯নং কুলঞ্জ ইউনিয়নে কুলঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন মিয়া।
ঘোষিত তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৫ নভেম্বর। মনোনয়ন বাছাই ২৯ নভেম্বর এবং প্রত্যাহার ৬ ডিসেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর।