ঢাকা, বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ঠা পৌষ ১৪৩১

দুর্নীতির অভিযোগে নিজাম হাজারি ও দুর্জয়ের বিরুদ্ধে দুদকের মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশের সময় : বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪ ০৪:৩১:০০ অপরাহ্ন | জাতীয়

ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এবং বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৮ ডিসেম্বর) মামলাগুলো দায়ের করা হয়েছে বলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন।

মামলা সূত্রে জানা যায়, নিজাম হাজারীর ৮২টি ব্যাংক হিসাবে ৫৪৮ কোটি ৮০ লাখ টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক অসংখ্য লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। এরমধ্যে ১৮ কোটি ৭২ লাখ ৮৪ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুদক।

তবে, এই রিপোর্ট লিখা পর্যন্ত নাঈমুর রহমান দুর্জয়ের অবৈধ সম্পদের বিবরণ এখনো জানা যায় নি। পরে তার সম্পদের অবৈধ সম্পদ অর্জনের হিসাব পাওয়া যাবে।

বায়ান্ন/পিএইচ