রাজধানীর বাংলামোটরে রাহাত টাওয়ারের ১১ তলায় লাগা আগুন দেড় ঘণ্টা পার হলেও এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ইউনিটে ৯৬ জন জনবল ঘণ্টাব্যাপী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল ১১ টা ৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার সোয়া ১২ টার দিকে জানান, সকাল ১১ টা ৪ মিনিটে বাংলামোটরের রাহাত টাওয়ার নামের ভবনের ১১ তলায় আগুন লাগার খবর পাওয়া গেছে। দ্রুত সেখানে পৌঁছে ১১টা ১০ মিনিটেই ফারার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই দফায় ফায়ার সার্ভিসের ইউনিট বাড়িয়ে ১১টি ইউনিট কাজ করছে।
তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।