ঢাকা, শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১

দৈন্যতা: ঘুচবে কবে?

কামরুল হাসান : | প্রকাশের সময় : শনিবার ৩০ ডিসেম্বর ২০২৩ ০৬:১৬:০০ অপরাহ্ন | সাহিত্য

মানুষ জন্মগতভাবেই স্বাধীনতাকামী। কেউ পরাধীন জীবনযাপন করতে চায় না। কবি রঙ্গলাল বন্দোপাধ্যায় এর ‘স্বাধীনতা’ কবিতায়- ‘স্বাধীনতা-হীনতায় কে বাঁচিতে চায় হে/কে বাঁচিতে চায়?’ এর পেছনে জোরালো যুক্তিও রয়েছে। সার্বভৌমত্ব রক্ষা এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও শিক্ষাসহ বিভিন্ন দিকের মুক্তিকেই প্রকৃত স্বাধীনতা বুঝায়। তাই বাঙালি জাতি প্রকৃত স্বাধীনতার স্বাদ পেতেই বায়ান্ন’র ভাষা আন্দোলন, চুয়ান্ন’র যুক্তফ্রন্ট নির্বাচন, ছাপ্পান্ন’র শাসনতন্ত্র আন্দোলন, বাষট্টি’র শিক্ষা আন্দোলন, ছেষট্টি’র ছয় দফা আন্দোলন, ঊনসত্তর’র গণঅভ্যুত্থান ও একাত্তর’র মহান মুক্তিযুদ্ধ করেছে। আর এ বৈতরণী পার হওয়া মোটেই সহজসাধ্য ছিল না। অনেক বাধা-বিপত্তি উতরিয়ে বিপদসংকুল পরিস্থিতি মোকাবিলার পাশাপাশি লক্ষ প্রাণের বিনিময়ে আজকের এ দিনটিতে আসতে হয়েছে। তাই কবির ভাষায়- ‘দাম দিয়ে কিনেছি বাংলা, কারও দানে পাওয়া নয়।’ দুঃখ শুধু একটাই! স্বাধীনতার বায়ান্নটি বছর পেরিয়ে আসলেও আজও আমরা তার মর্ম বুঝতে পারি নি। যেমন- ‘স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।’ অর্থাৎ- বাঙালি দাঁত থাকতেও দাঁতের মর্যাদা বুঝে না। মেঘে মেঘে অনেক বেলা এক্ষণে আমরা অর্থনৈতিকভাবে অনেকটাই এগিয়ে। বেড়েছে জাতীয় আয়ও। নিঃসন্দেহে আন্তর্জাতিক মহল ও বিশ্ব দরবারে আমাদের কদর বেড়েছে। কিন্তু আমরা মন-মানসিকতার উন্নয়ন ঘটাতে পারি নি। ডিসেম্বর মহান বিজয়ে মাস। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবসে দিগপাইত ধরণী কান্ত উচ্চ বিদ্যালয়ের কর্মচারীরা সকালে জাতীয় পতাকা (পূর্ণ) উত্তোলন করে। দুপুরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোকাদ্দেছ আলী উপস্থিত হয়ে অর্ধনমিতভাবে উত্তোলনের নির্দেশ দেন। কর্মচারীরা শেষে তাই করেন। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এ দিবসে দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজের শহীদ মিনার বেদীতে কলেজ কর্তৃপক্ষ পুষ্পাঞ্জলি দেয়। আর বেদীতেই কলেজ প্রতিষ্ঠাতা মরহুম শামছুল হকের মেয়ে শামছুন্নাহার শাপলা ওই বেদীতে জুতা পায়ে ছবি তুলেন। তিনি এ কলেজেই গ্রন্থাগারিক পদে চাকরিরত। দিগপাইত উপ-শহরে ডাচ্-বাংলা ব্যাংকের সিড়ির নিচের এক চা দোকানী কঞ্চির সাথে আড়াআড়িভাবে বেঁধে জাতীয় পতাকা টানান। সরিষাবাড়ী রোড়ের সৈনিক মোড়ে অবসরপ্রাপ্ত সার্জেন্ট অফিসার খায়রুল ইসলাম তার ব্যবসা প্রতিষ্ঠানে ১৬ ডিসেম্বর সকালে জাতীয় পতাকা টানান। সেদিন থেকে অদ্যাবধি ওড়ছে। অর্থনৈতিকভাবে আমরা দৈন্যতা কাটিয়ে উঠলেও মানসিকভাবে তা পারি নি। তাই আবুল কালাম সামসুদ্দীনের পথ জানা নাই গল্পের কথায় বলতে হয়- দাম বাড়িল চাল-ডালের কমিল কেবল জীবনের। অপরদিকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এটাই প্রমাণ করে যে, নিজেদের স্বার্থ রক্ষার জন্য দেশের সকল অর্জন-উন্নয়ন জলাঞ্জলি দিতেও কুণ্ঠাবোধ করি না। অপরের চোখে ধুলা দেয়াই আমাদের রাজনীতি আর এটাই আমাদের পলিটিক্স। আমাদের এ দৈন্যতা ঘুচাতে হলে নিজের পাশাপাশি দেশ-জাতিসহ সার্বিক দিকের খেয়াল রাখতে হবে।

 

কামরুল হাসান

(লেখক- সাংবাদিক ও ডিরেক্টর, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব, ঢাকা।)