পঞ্চগড়ের ঐতিহাসিক নদী টাঙ্গন ফিরে পেয়েছে নতুন যৌবনে নতুন রুপে। স্থানীয়রা বলছেন এই নদী পঞ্চগড়ের নিশ্চিহ্ন নদী হিসাবে পলিমাটিতে ভরাট হয়ে যাওয়ার কারনে এই নদীতে চাষাবাদ করা হতো। খনন করার ফলে আবারও এই নদীতে দেশি মাছ পাওয়া যাচ্ছে। কৃষি মন্ত্রণালয়ের উদ্দ্যোগে বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কতৃপক্ষের পঞ্চগড় রিজিয়ন এই নদী খননের কাজ সম্পাদন করেছে । শুধু নদীর গতিপ্রবাহ নয় এই নদীর মাঝে সৃষ্ট মনিগুলোকে (গভীর জলাধার) খননের মাধ্যমে উদ্ধার করা হয়েছে। খননের ফলে কৃষি অর্থনীতি সহ পরিবেশের ভারসাম্য রক্ষায় নতুন সম্ভাবনা দেখা দিয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা ।
মাগুড়া প্রধান পাড়া এলাকার কবির প্রধান জানান বৃটিশ শাসনামলে মাগুড়া প্রধান পাড়া এলাকায় মহারানী ভিক্টোরিয়ার উদ্যেগে এই নদীতে তিনটি বাঁধ নির্মাণ করা হয়। চাষাবাদ সহ কৃষকের পানির চাহিদা ও বন্টনের জন্য এই বাঁধ নির্মাণ করা হয়। তাই এখনো এই এলাকাকে মহারাণীর বাঁধ বলা হয়।