'জলে জন্ম, জলে মৃত্যু, জলেই জীবন যাপন'। হাড় কাঁপানো শীতে জলে বসবাসকারী এসব মানতা সম্প্রদায়ের মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। তাই শীত নিবারনের জন্য পটুয়াখালী কলাপাড়ায় অর্ধশতাধিক মানতা সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরন করেছে উপজেলা প্রশাসন।
সোমবার সকাল দশটায় পায়রা বন্দরের প্রথম টার্মিনাল সংলগ্ন রাবনাবাদ নদীতে ঘুরে ঘুরে এসব কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম। এসময় উপজেলা লেডিস ক্লাবের সভাপতি ইউএনও পত্নি সুরাইয়া ফাহিমা এমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম ও উপজেলা ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক আশাদুজ্জামান সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরকারের বরাদ্ধকৃত ৩ হাজার কম্বল বিতরন কার্যক্রমের অংশ হিসেবে হত দরিদ্র এসব মানতা সম্প্রদায়ের মাঝে এসব কম্বল বিতরন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।
মানতা সম্প্রদায়ের গৃহিণী জোসনা বেগম জানান প্রচন্ড শীতে পোলাপান লইয়া নদীতে থাকতে হয়, তখন অনেক কষ্ট করতে হয়। অনেক সময় কারো কাছে কোন কিছু চাইলে তারা দূর দূর করে তাড়িয়ে দেয়। কিন্তু আজকে আমরা কম্বল পেয়ে অনেক খুশি হয়েছি। আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি।
মানতা সম্প্রদায় সরদার ওমর আলী বলেন শীতের কারণে আমরা মাছ ধরতে পারতেছি না, এছাড়াও গরম কাপড় কেনার টাহা পয়সা আমাগো কাছে নাই। উপজেলা প্রশাসক থেকে আমাগো কম্বল দিয়েছে। কিছুডা হলেও শীতের কষ্ট কম হইবে। তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই।
উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম বলেন, নদীতে যারা বসবাস করে মানতা পরিবারের মাঝে প্রায় অর্ধশত কম্বল বিতরণ করেছি। এছাড়াও উপজেলার বিভিন্ন মাদ্রাসা এতিমখানা, অসহায় হতদরিদ্রের মাঝে কম্বল দিয়েছি। আমাদের এই সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
বায়ান্ন/এসএ