ঢাকা, শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ই পৌষ ১৪৩১

নবীগঞ্জে দুই ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা

নবীগঞ্জ প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ২৪ নভেম্বর ২০২১ ১১:৩৯:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

হবিগঞ্জের নবীগঞ্জে দুইটি ইট ভাটাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকেলে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত এ জরিমানা আদায় করেন।

 

এসময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন সিলেট বিএসটিআই’র পরিদর্শক মো. পারভেজ মিয়াসহ ইনাতগঞ্জ ফাড়ির পুলিশের একটি টিম।

 

সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ জানান, উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন এর কসবা (চরগাও) এলাকায় বিএসটিআইয়ের পরিমাপ ও মান অনুযায়ী ইট প্রস্তুত না করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ‘হাফিজ ব্রিক্স ও হিরো ব্রিক্স’ নামে ২ টি ইটভাটাকে ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।