নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমকে যুবদলের কর্মীরা আটক করে পুলিশে সোপর্দ করেছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টায় ঈশ্বরদীর হার্ডিঞ্জ ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রিয়াজুল ইসলাম মাসুম ৩০ নাটোর শহরের বড় হরিশপুর এলাকার মৃত ওমর আলী ভূঁইয়ার ছেলে।
তিনি ছাত্র রাজনীতির পাশাপাশি গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিকটতম প্রতিবন্ধী ছিলেন। পুলিশ ও যুবদল কর্মীরা জানান , যুবদলের কিছু কর্মীরা বৃহস্পতিবার বিকেলে রূপপুর এলাকায় বেড়াতে যায় । একপর্যায়ে ঈশ্বরদীর পাকশী হার্ডিঞ্জ ব্রিজের নিচে মাসুমকে কিছু বন্ধু-বান্ধবের সঙ্গে বসে আড্ডা দিতে দেখে। এ অবস্থায় তারা স্থানীয় নাটোরের নেতাকর্মীদের জানালে একটি মাইক্রোবাস নিয়ে তারা হার্ডিঞ্জ ব্রিজ এলাকায যান এবং পুলিশকেও বিষয়টি জানান ।
সেখানে রিয়াজুল ইসলামকে আটক করা করে পুলিশের হাতে সোপর্দ করা হয়। নাটোর থানার ওসি মাহবুবুর রহমান জানান সংবাদ পেয়ে নাটোর থানার একটি পুলিশের টিম হার্ডিঞ্জ ব্রিজ এলাকা থেকে মাসুমকে আটক করে নাটোর থানায় নিয়ে আসে। তিনি জানান মাসুমের বিরুদ্ধে হত্যা সহ সাতটি মামলা রয়েছে।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ