নাটোরের ছাতনী ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের উপ নির্বাচনে সদস্য প্রার্থী ও তার কর্মী সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে মোরগ প্রতীকের সদস্য পদপ্রার্থী নূরুল ইসলাম বাবু সহ ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাত ১১ টার দিকে সদর উপজেলার ছাতনী ইউনিয়নের ছাতনী দিয়ার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ইউপি সদস্য প্রার্থী নূরুল ইসলাম বাবু বলেন, রাতে নির্বাচনী প্রচারণা শেষে আমার সমর্থকদের নিয়ে বাসায় যাচ্ছিলাম এ সময় ছাতনী দিয়ার এলাকায় অপর প্রার্থী আমিনুল ইসলাম বিপ্লব ও তার ছেলে সহ ১০/১৫ সন্ত্রাসী ধাওয়া করে । এসময় ধারালো অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায় তারা। সন্ত্রাসীদের হামলায় ইউপি সদস্য প্রার্থী নুরুল ইসলাম বাবুসহ ৫জন আহত হয়। তবে এ অভিযোগ অস্বীকার কওে আমিনুল ইসলাম বিপ্লব বলেন, তারা কোন হামলা চালাননি। তাদেও ওপরেই উল্টো হামলা চারানো হয়েছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) নাসিম আহমেদ জানান,এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি । ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
উল্লেখ্য, আগামী ২৭ জুলাই ছাতনী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে । ঐ ওয়ার্ডের ইউপি সদস্য মহসিন আলীর মৃত্যুজনিত কারণে উপ নির্বাচনের আয়োজন করা হয় ।এই নির্বাচনে অকাল প্রয়াত মহসিন আলীর ছেলে নূরুল ইসলাম বাবুসহ ৫ জন প্রতিদ্বন্ধিতা করছেন ।