ঢাকা, রবিবার ২২ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

নাটোরে পুলিশ-বিএনপি সংঘর্ষ মামলায় বিএনপির ৩১ নেতা কর্মিকে জেলহাজতে

নাটোর প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ৪ জানুয়ারী ২০২২ ১১:৪৮:০০ অপরাহ্ন | রাজনীতি

নাটোরে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় এজাহারভুক্ত বিএনপির ৩১নেতা কর্মিকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। দুপুরে জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজের নেতৃত্বে ৮০জন নেতা-কর্মি নাটোরের জেলা ও দায়রা জজ শরিফ উদ্দিনের আদালতে আত্নসমর্পণ করে জামিনের আবেদন জানায়। শুনানী শেষে বিচারক বিএনপির ৩১ নেতা-কর্মীকে জেল হাজতে প্রেরণ এবং অবশিষ্ট ৪৯ জনের জামিন মঞ্জুর করেন। এর আগে ১ ডিসেম্বর অভিযুক্তরা উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের আগাম জামিন নিয়েছিল। জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ  তারা নিম্ন আদালতে আত্নসমর্পণ করে। ২০২১সালের ২২ নভেম্বর বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে নাটোর শহরের আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি। সেসময় পুলিশের সাথে বিএনপি নেতা কর্মিদের সংঘর্ষে ওসি,সাংবাদিক সহ ২০ জন আহত হয়। এতে পুলিশ বাদি হয়ে মোট ১১৬জনের নাম উল্লেখ সহ পাঁচ শতাধিক অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করে নাটোর জজ কোর্টের পিপি সিরাজুল ্সলাম বলেন, নাশকতা ও সরকারী কাজে বাধা এবং পুলিশের ওপর হামলা মামলায় ৩১ জনের জামিন না মঞ্জুর করা হয়েছে।