ঢাকা, মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ৪ঠা অগ্রহায়ণ ১৪৩১

নিজ গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে কোরবানির পশু কিনলেন সিলেটের মেয়র আরিফুল

মৌলভীবাজার জেলা প্রতিনিধি: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২২ জুন ২০২৩ ০২:০২:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন
 দুইবারের সিলেট সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নেতা আরিফুল হক চৌধুরী। দলীয় সিদ্ধান্ত মেনে এবার নির্বাচনে তিনি অংশ নেননি। বুধবার ভোটের দিন নিজ গ্রামের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের উবাহাটায় ঘুরতে আসেন আরিফুল হক চৌধুরী। তিনি বিকেল ৪টার সময় উপজেলার শমশেরনগর বাজার থেকে কোরবানির জন্য ২০টি ছাগলও কিনেন।
মেয়র আরিফুল হকের নিকট আত্মীয়রা বলেন, মেয়র আরিফুল হকের দল বিএনপি নির্বাচন বর্জন করেছে। তাই তিনিও প্রার্থী হননি। নির্বাচনের দিন হঠাৎ সপরিবার দাদার বাড়ি বেড়ানোর পরিকল্পনা করেন আরিফুল হক। বুধবার কমলগঞ্জ উপজেলার উবাহাটা গ্রামে বেড়াতে এসেছেন তিনি। মেয়রের সঙ্গে তার স্ত্রী শ্যামা হক ও তার ব্যক্তিগত তিনজন কর্মকর্তা আছেন।
আরিফুল হক চৌধুরী বলেন, অনেকদিন ধরে গ্রামের বাড়িতে আসা হয়নি। আত্মীয় স্বজনরা আম-কাঁঠাল খাওয়ার দাওয়াত দিয়েছেন। একটু সময় পেয়েছি এ জন্য আসলাম। একই সঙ্গে বিকেলে কিছু সময় পাওয়ায় কোরবানির জন্য কিছু ছাগল ক্রয় করেছি।
তিনি আরও বলেন, দলীয় সিদ্ধান্ত মেনে সিলেট সিটি নির্বাচনে তিনি অংশগ্রহণ করিনি। দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশনা মেনে এ সিদ্ধান্ত নিয়েছি।
সিটি নির্বাচনের প্রচার-প্রচারণা গত ২ জুন শুরুর পর থেকে মেয়র আরিফুল হক সিলেটেই অবস্থান করছিলেন। সিটি করপোরেশনের নানা কর্মসূচিতে অংশ নিলেও নির্বাচন নিয়ে প্রকাশ্যে কোনো কথা বলেননি তিনি। বুধবার ২১ জুন ২০২৩ইং সকাল সাড়ে ১০টার সময় সিলেট শহর ছেড়ে নিজ গ্রামের বাড়িতে আসেন সিলেটের সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।